ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

সিলেটজুড়ে বজ্রপাতের তাণ্ডব: ১০ ঘণ্টায় ৯ মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:১৫, ৭ জুন ২০২০  

সিলেট বিভাগে বজ্রপাতে একদিনেই ৯ জন মারা গেছেন। নিহতদের মধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একজন বৃদ্ধ, চুনারুঘাটে একজন ও আজমিরীগঞ্জের ২ কিশোর, সুনামগঞ্জের ধর্মপাশায় এক যুবক, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ২ জন, কমলগঞ্জে একজন এবং সিলেটের বালাগঞ্জে এক স্কুলছাত্র রয়েছেন।

গতকাল শনিবার সকাল সাড়ে ৭টা থেকে থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মাত্র ১০ ঘণ্টায় এসব মৃত্যু ঘটে বলে পুলিশ, হাসপাতাল ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সবজি ক্ষেতের পরিচর্যাকালে সকাল সাড়ে ৭টার দিকে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- উপজেলার গল্লাসাংগন (পালইআলা বাড়ি) গ্রামের আব্দুল মতিন কুটু (৬০) এবং বর্ণি ইউনিয়নের কাজিরবন্দ গ্রামের রুবেল আহমদ (২৫)। 

সকাল ৯টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নদীতে মাছ শিকাররত ছেলেকে এগিয়ে আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন আছকির মিয়া (৫০) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

একইভাবে মাছ শিকার করতে যাওয়া আজমিরীগঞ্জ উপজেলার মারফত আলী (১৭) ও রবিন (১৬) নামে আরো দুই কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।

সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবায় মাছ ধরতে গিয়ে মঞ্জু মিয়া (২৫) নামের এক জেলে বজ্রপাতে নিহত হয়েছেন। সে সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের ফুলচান মিয়ার ছেলে।

সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের বালাগঞ্জে বজ্রপাতে ইমন আহমদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে বালাগঞ্জ ইউনিয়নের চকপীরপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।

বেলা দুইটার দিকে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ গোলেরহাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মো. আব্দুল লতিফ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে দক্ষিণ গোলেরহাওর গ্রামের ওলিউর রহমানের ছেলে।

বিকাল সাড়ে ৫টার দিকে চুনারুঘাটে বজ্রপাতে শাহজাহান মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দোহা লালচাঁন এলাকার শহীদ মিয়ার ছেলে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়