ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

সীমান্ত সুরক্ষায় ঢাকা ও দিল্লি বৈঠক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ৭ ডিসেম্বর ২০২২   আপডেট: ১২:৩৯, ৭ ডিসেম্বর ২০২২

সীমান্ত সুরক্ষায় ঢাকা ও দিল্লি বৈঠক

সীমান্ত সুরক্ষায় ঢাকা ও দিল্লি বৈঠক

সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দিল্লিতে বৈঠক করেছে ভারত ও বাংলাদেশ। দু'দেশের ১৮তম ওয়ার্কিং গ্রুপের এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তারা। 

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম বলছে, গত মাসে দিল্লিতে ‘নো মানি ফর টেরর’ সম্মেলনের ফাঁকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আলাদা করে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকের সূত্র ধরেই গতকাল বিস্তারিত আলোচনায় বসে দিল্লি ও ঢাকা।বৈঠকে সীমান্ত দিয়ে মাদক ও সোনা পাচার, মানুষ পাচার, অনুপ্রবেশ, গরু, জাল টাকা ও অস্ত্র পাচারের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়