ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সূচকে বড় উত্থান, প্রথম ঘণ্টায় লেনদেন ছাড়াল ২০০ কোটি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ৩ ডিসেম্বর ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বড় উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসে চলছে শেয়ারবাজার। এরই ধারাবাহিকতায় প্রথম ঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সূচক ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সেই সঙ্গে ভালো অবস্থানে রয়েছে লেনদেনের গতি। প্রথম ঘণ্টায় ডিএসইতে ২০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে।

এ দিন লেনদেনের শুরুতে ডিএসই’র লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে, প্রায় তার সমপরিমাণের দাম কমে। এতে ৫ মিনিটে ডিএসই’র প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট বেড়ে যায়।

তবে লেনদেনের সময় ৪০ মিনিট গড়ানোর পর দাম বাড়া প্রতিষ্ঠানের সংখ্যা বাড়তে থাকে। ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও বাড়ে। এতে প্রথম ঘণ্টার লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৬ পয়েন্ট এবং আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ১১ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৩টির। আর ৮৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২১৪ কোটি ৫৫ লাখ টাকা।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৪ কোটি ৮০ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৩২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

সর্বশেষ
জনপ্রিয়