ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৯, ১১ ফেব্রুয়ারি ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। লেনদেন শুরুর এক ঘণ্টা ১৫ মিনিটে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৪শ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই এক্স সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫১৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক সাত পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১২৩ পয়েন্টে।

বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন ছাড়ায় ৪০৬ কোটি ৬০ লাখ ৫৮ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৬টি কোম্পানির। দর কমেছে ১৮৩টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৮৮টি কোম্পানির দর।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। বৃহস্পতিবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১১০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩টির। কমছে ৭২টির। আর দর অপরিবর্তিত আছে ১৫টি কোম্পানির।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১১ কোটি নয় লাখ ১২ হাজার ৬২৩ টাকা।

সর্বশেষ
জনপ্রিয়