ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

স্মার্টফোনে যে ৫ অ্যাপ থাকলেই হারাবেন সর্বস্ব

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১২:২৯, ৫ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গুগল প্লে-স্টোর থেকে কিছু দিন আগেই বেশকিছু অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, নতুন করে আরও ৫টি বিপজ্জনক অ্যাপকে চিহ্নিত করা হয়েছে। প্রতারকরা এই অ্যাপের মাধ্যমে তথ্য চুরির পরিকল্পনা করছিল বলে জানা গেছে।

আমস্টারডামের সাইবার নিরাপত্তা সংস্থা থ্রেট ফ্যাব্রিক এই বিষয়ে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করেছে। সংস্থা জানিয়েছে, আপাত সাধারণ অ্যাপের মতো দেখতে এগুলো। কিন্তু এই পাঁচটি অ্যানড্রয়েড অ্যাপে ব্যবহারকারীদের অজান্তেই তাদের ডেটা চুরি হয়ে যায়।

ট্রোজান ম্যালওয়্যারের উপর ভিত্তি করে এই ড্রপার অ্যাপগুলো ব্যবহারকারীর লগ ইনের তথ্য, অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্ক সম্পর্কিত তথ্য চুরি করতে পারে। প্রোডাক্টিভিটি অ্যাপ বলে এগুলি প্লে স্টোরে বিক্রি করা হয়। কিন্তু তার আড়ালেই লুকিয়ে ফাঁদ।

আপনার স্মার্টফোনে নিচের উল্লিখিত অ্যাপগুলোর মধ্যে কোনোটি ইনস্টল করা থাকলে, তা এখনই আনইনস্টল করুন-

১. ফাইল ম্যানেজার স্মল, লাইট

২. মাই ফিটনেস ট্র্যাকার

৩. জেটার অথেন্টিকেশন

৪. কোডাইস ফিসকাল ২০২২

৫. রিকভার অডিয়ো, ইমেজ অ্যান্ড ভিডিওজ

সর্বশেষ
জনপ্রিয়