ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ২ ১৪৩১

হঠাৎ করেই স্থগিত করা হয়েছে এএফসি কাপ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ৯ মে ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিল বসুন্ধরা কিংস। এমন সময়ে হঠাৎ এলো দুঃসংবাদ। এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে জানানো হলো-স্থগিত করা হয়েছে এএফসি কাপ।

আজ (রোববার) সন্ধ্যা ছয়টায় ছিল ফ্লাইট। বসুন্ধরা কিংসের ৪৫ জনের সবাই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময়ে টুর্মামেন্ট স্থগিত হওয়ার খবরটি এসেছে বিনা মেঘে বজ্রপাতের মতো।

১৪-২০ মে মালদ্বীপের মালেতে হওয়ার কথা ছিল এএফসি কাপের দক্ষিণ এশিয়ান জোনের খেলা। সেখানেই অংশ নিতে যাচ্ছিল বাংলাদেশের স্বনামধন্য ক্লাব বসুন্ধরা কিংস।

হঠাতই মালদ্বীপ সরকার খেলা আয়োজন না করতে অনুরোধ জানিয়েছে মালদ্বীপ ফুটবল ফেডারেশনকে। সেই সিদ্ধান্ত এএফসিকে জানিয়েছে তারা। বাধ্য হয়েই টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে এএফসি।

সর্বশেষ
জনপ্রিয়