ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

হাটহাজারীতে সহিংসতার মামলায় হেফাজতের এক কর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:০৩, ২২ জুলাই ২০২১  

চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ আসাদ। বুধবার রাত সাড়ে নয়টার দিকে হাটহাজারী সদরের ফটিকা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব।
আসাদ হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলারও আসামি।

র‌্যাব চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আফসার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সহিংসতায় মামলার আসামি আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে হাটহাজারী থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। এ সময় হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় সাড়ে চার হাজার মানুষকে আসামি করে হাটহাজারী থানায় ১০টি মামলা করে পুলিশ। এতে জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০ মামলায় এ পর্যন্ত ৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সর্বশেষ
জনপ্রিয়