ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

হোসেনপুরে ৪০০ জন কর্মহীন মানুষকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ৬ মে ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনে ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণিপেশার ৪০০ জন কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ মে) দুপুরে আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ উপস্থিত থেকে তাদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহীন, ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি লবণ ও এক লিটার সয়াবিন তেল দেয়া হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়