ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হোয়াইট হাউসে নিয়োগ পাচ্ছেন ফিলিস্তিনি নারী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ২৮ নভেম্বর ২০২০  

রিমা দোদি

রিমা দোদি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের ফলে হোয়াইট হাউস ছাড়ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার স্থলে আসতে যাচ্ছে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এই পরিবর্তনের সঙ্গে রদবদল হচ্ছে অভ্যন্তরীণ বিভিন্ন নীতিসহ গুরুত্বপূর্ণ সব পদেও। এরই অংশ হিসেবে এবার প্রথমবারের মত হোয়াইট হাউসে নিয়োগ পেতে যাচ্ছেন এক ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রিমা দোদি হোয়াইট হাউসের আইন প্রণয়নবিষয়ক উপপরিচালক হিসেবে নিয়োগ পাচ্ছেন। রিমা দোদি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘদিনের সহকারী হিসেবে কাজ করছেন।

এ বিষয়ে জো বাইডেন বলেন, মার্কিন জনগণ আমাদের প্রশাসনের কাজ শুরুর অপেক্ষায় আছে। ফিলিস্তিন বংশোদ্ভূত এ নারীকে নিয়োগের মাধ্যমে সব নাগরিকের প্রতি আমাদের সমান অধিকার প্রতিষ্ঠার এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে।

ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের হেবরন শহরের দুরা এলাকায় জন্মগ্রহণ করেন রিমা দোদি।

তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন।

সর্বশেষ
জনপ্রিয়