ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

১০-০’র হিসেব কি ভাঙতে পারবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক:

প্রকাশিত: ০৯:১৯, ৩০ আগস্ট ২০২২  

১০-০’র হিসেব কি ভাঙতে পারবে টাইগাররা

১০-০’র হিসেব কি ভাঙতে পারবে টাইগাররা

চলমান এশিয়া কাপে আজ মঙ্গলবার (৩০ আগস্ট )‘বি’ গ্রুপের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এবারের এশিয়া কাপে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ।

তবে ইতোমধ্যে শ্রীলংকার বিপক্ষে ৮ উইকেটে জয়ে আসর শুরু করছে আফগানরা। 

এ অবস্থায় তাদের আত্মবিশ্বাসটাও রয়েছে তুঙ্গে।

এশিয়া কাপের মঞ্চে প্রথমবারের মত দেখা হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের। তবে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে থেকেই কাল মাঠে নামবে আফগানিস্তান।

এবারের আসরের প্রথমবারের মত শূন্য ভান্ডার নিয়েই শারজাহর ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

বিশ্ব ক্রিকেটে অন্যতম জনপ্রিয় ও পুরনো মাঠ শারজাহ। এখানে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। পাঁচটি ওয়ানডের সাথে মাত্র ২টি টি-২০ খেলেছে টাইগাররা। সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।

এবারের এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে। এ ফরম্যাটে পরিসংখ্যানে শারজাহর ভেন্যুতে আফগানিস্তানের চেয়ে  পিছিয়ে বাংলাদেশ।

শারজাহ ভেন্যুতে সবচেয়ে বেশি টি-২০ ম্যাচ খেলেছে আফগানিস্তান। সবচেয়ে বেশি জয়ও তাদের। ১০টিতে জিতেছে ও ৩টিতে হেরেছে আফগানরা। আফগানিস্তানের ধারে কাছে নেই বিশ্বের কোন দল।

অভিজ্ঞতার শক্তপোক্ত অর্জন নিয়ে বাংলাদেশের বিপক্ষে লড়বে আফগানিস্তান। আফগানিস্তান যেখানে শারজাহতে ১৩ ম্যাচ খেলে ১০ জয় পেয়েছে, সেখানে ২ ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

তাই শারজাহতে ম্যাচ খেলা ও জয়ের দিকে অনেকখানি এগিয়ে থেকেই বাংলাদেশের বিপক্ষে লড়বে আফগানরা।

সর্বশেষ
জনপ্রিয়