ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৯০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা কমিটি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:১৭, ৮ সেপ্টেম্বর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৯০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন সাংবাদিকদের ব্রিফ করেন।

সামসুল আরেফিন জানান, গত ১৯ মে সিসিইএ সভার অনুমোদনক্রমে ২০২১-২২ অর্থবছরে কাতারের মুনতাজ কোম্পানির কাছ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে পাঁচ লাখ টন ইউরিয়া সার আমদানির চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী এদিন প্রতি টন ৪৩৬ দশমিক ৮৩ ডলার হিসাবে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এর মোট মূল্য দাঁড়াচ্ছে ১১১ কোটি ৭১ লাখ ৯২ হাজার ৭২৫ টাকা।

তিনি আরও জানান, একইভাবে ১৯ মে তারিখে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের আলোকে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (সাবিক) কাছ থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে প্রতি টন ৪২৫ দশমিক ৮৩ ডলার হিসাবে ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেয় ক্রয় সংক্রান্ত কমিটি। এতে মোট খরচ হবে ১০৮ কোটি ৯০ লাখ ৬০ হাজার ২২৫ টাকা।

এছাড়াও ২০২১-২২ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাতের ফর্টিগ্লোবাল ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে দুই লাখ ৮০ হাজার টন ইউরিয়া সার আমদানির চুক্তি আগেই সই হয়েছিল।

চুক্তি অনুযায়ী এদিন প্রতি টন ইউরিয়া সার ৪৫০ দশমিক ৮৩৩ ডলার হিসাবে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে মোট এক কোটি ৩৫ লাখ ২৪ হাজার ৯৯০ ডলার বা১১৫ কোটি ১৬ লাখ ৫২ হাজার ৮৯৮ টাকা খরচ হবে।

সর্বশেষ
জনপ্রিয়