ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির রিটের শুনানি আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ২ জুন ২০২০  

করোনাভাইরাস পরিস্থিতিতে ৬৭ দিন বন্ধ থাকার পর সোমাবার (১ জুন) থেকে স্বাস্থ্যবিধি মেনে চলছে গণপরিবহন। তবে এজন্য ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে সরকার প্রজ্ঞাপন জারি করে। সোমবার এর বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি হবে আজ মঙ্গলবার।

হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চে এই রিটের শুনানি হবে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব। রিটে সরকারের জারি করা প্রজ্ঞাপনটি স্থগিত চাওয়া হয়েছে।

হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, গণপরিবহনে দেশের নিম্ন ও মধ্যবিত্তের সাধারণ মানুষ যাতায়াত করে। দেশের এই পরিস্থিতিতে কোনও যুক্তিতে ৬০ শতাংশ বাড়ানো হলো সেটি চ্যালেঞ্জ করে রিট করেছি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়