ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

মুক্তি পেলেন ১৭০ কারাবন্দী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ৩ মে ২০২০  

দেশের কারাগারগুলোতে কয়েদির সংখ্যা কমাতে দুই হাজার ৮৮৪ জনের তালিকা করেছে সরকার। এদের মধ্যে শনিবার প্রথম দফায় মুক্তি পেয়েছে ১৭০ জন। বাকিদের পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে।

কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বলেন, করোনা পরিস্থিতির কারণে প্রায় তিন হাজার বন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। প্রক্রিয়ার প্রথম ধাপে মুক্তি দেয়া হলো ১৭০ জনকে।

ঢাকা বিভাগের জেলার মাহবুবুল ইসলাম জানান, ঢাকা জেল থেকে ৬ জন সাজাপ্রাপ্ত কয়েদি মুক্তি পেয়েছে। বাকিরা অন্য কারাগার থেকে মুক্তি পেয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়