ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আজ সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে জানা যায় এসব তথ্য।

এদিন ৬৫ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৭ হাজার ১৪০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে এবং ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২ হাজার ৫৮৩ পয়েন্ট ও ১ হাজার ৫৫১ পয়েন্টে।

এছাড়া এদিন লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৭৭টি কোম্পানির এবং কমেছে ১৬৭টি কোম্পানির। দাম অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বেড়েছে সূচক। সিএএসপিআই সূচক ১৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭৯৭ পয়েন্টে।

সর্বশেষ
জনপ্রিয়