ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কঠোর লকডাউনে দুই দিন ভার্চুয়ালি হবে আদালত কার্যক্রম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ৬ জুলাই ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশজুড়ে কঠোর লকডাউনের মধ্যে আপিল বিভাগের বিচারপতিরা আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার নিজ নিজ বাসায় অবস্থান করে ভার্চুয়ালি আদালত কার্যক্রম পরিচালনা করবেন।

পূর্বঘোষণা অনুযায়ী, এ দুই দিন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জেল আপিল মামলা শুনানি করা হবে। এরই মধ্যে আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকাও নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

এতে দেখা গেছে, তালিকায় ৪৫টি মামলা রয়েছে। এ তালিকা ৬ ও ৭ জুলাইয়ের জন্য প্রযোজ্য। সংশ্লিষ্ট আইনজীবীদের কার্যতালিকাভুক্ত মামলার নথি নিজ নিজ বাসায় নিয়ে রাখতে বলা হয়েছে। 

এছাড়া আইনজীবীদেরও বাসায় অবস্থান করে মামলায় শুনানি করতে বলা হয়েছে। আর এজন্য আপিল বিভাগের দুজন কর্মকর্তাকেও বাসায় বসে আদালতে যুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়