ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

তাসকিনের চোখে অধিনায়ক শান্ত যেমন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ১০ মে ২০২৪  

তাসকিনের চোখে অধিনায়ক শান্ত যেমন

তাসকিনের চোখে অধিনায়ক শান্ত যেমন

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব পান নাজমুল হোসেন শান্ত। এরপর ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে টাইগাররা। অধিনায়ক হিসেবে এই সিরিজটা ছিল শান্তর প্রথম অ্যাসাইনমেন্ট। তার নেতৃত্ব টি-২০ ও টেস্টে হারলেও ওয়ানডে সিরিজ জেতে টিম টাইগার্স।

শ্রীলংকা সিরিজ শেষে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ দল। এরই মধ্যে টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। যদিও জিম্বাবুয়ে তুলনামূলক দুর্বল দল। 

এই দুই সিরিজে শান্তর অধিনায়কত্ব কেমন ছিল? এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত তো শেষ দুইটা সিরিজে আমি খুব উপভোগ করেছি ব্যক্তিগতভাবে এবং বাকিরাও হয়তো করেছে।’

তিনি আরো বলেন, ‘ও (শান্ত) উন্নতি করছে। ওর মধ্যে ঐ নেতৃত্বের জিনিসটাও আছে। তাছাড়া তার থেকে বড় জিনিস, এখন একটা জিনিস ভালো যে দলের সংস্কৃতি খুব ভালো আছে। সবাই চেষ্টা করছে যে কীভাবে অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড সবার বেটার ইনভলমেন্ট রেখে একটু ভালো করা যায়।’

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি-২০তে ভালো করতে পারেনি বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটাররা। এ নিয়ে তাসকিন বলেন, ‘ব্যাটিং বা বোলিং যেদিনই খারাপ হয় বাইরের সমর্থক বা বাইরের যারাই আছেন, সবার থেকে বেশি হতাশ কিন্তু আমরা হই সবার আগে। কারণ, দিন শেষে আমাদেরই খেলতে হয় এবং আমরা কিন্তু ধারাবাহিকভাবে কাজ করেই যাচ্ছি যে কীভাবে আমাদের ব্যাটিং-বোলিং আরো উন্নতি করা যায়।’

শুক্রবার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-২০তে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, বিকেল ৬টায়।

সর্বশেষ
জনপ্রিয়