ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ৩ সেপ্টেম্বর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ১৪ কোটি ৬৬ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগের মামলা করেছে এনবিআরের ভ্যাট নিরীক্ষা ও গোয়েন্দা অধিদফতর।

ভ্যাট নিরীক্ষা ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, তদন্তকালীন প্রতিষ্ঠানটি সুদ-আসলে মোট ১৪ কোটি ৬৬ লাখ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। এই ফাঁকির অভিযোগে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ড. মইনুল খান বলেন, মামলাটি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের কার্যক্রম আরো নিবিড় তদারকির জন্য কমিশনারকে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়