ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নিম্ন আদালতে ১৩ দিনে প্রায় ২৩ হাজার আসামির জামিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ১ মে ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফার লকডাউনে সারাদেশে অধস্তন আদালতসমূহে গত ১৩ কার্যদিবসে ভার্চুয়াল শুনানি নিয়ে ২২ হাজার ৮৭৩ জন আসামি জামিন পেয়েছেন।

শুক্রবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপত্র ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এমন তথ্য জানান।

তিনি জানান, দ্বিতীয় দফার লকডাউনে সারাদেশে অধস্তন আদালতসমূহে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ২ হাজার ৯৪৪টি আবেদনের ভার্চুয়ালি শুনানি করে ১ হাজার ৪১২ জন আসামিকে জামিন দেয়া হয়েছে। এর ফলে মোট ১৩ কার্যদিবসে ৪১ হাজার ৯২০টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে ২২ হাজার ৮৭৩ জন হাজতি জামিন পেলেন। পাশাপাশি এ সময়ে ২৮৯ জন শিশু জামিন পেয়েছে।

তিনি বলেন, করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফায় সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যাতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং অতি জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি হচ্ছে।

এর আগে ভার্চুয়াল আদালতের প্রথম দিনে সারাদেশে অধস্তন আদালতসমূহে ১৬০৪ জন, দ্বিতীয় দিনে ৩২৪০ জন, তৃতীয় দিনে ২৩৬০ জন, চতুর্থ দিনে ১৮৪২ জন, পঞ্চম দিনে ১৬৩৫ জন, ষষ্ঠ দিনে ১৫৭৬ জন, সপ্তম দিনে ১৩৪৯ জন, অষ্টম দিনে ১৫৯২ জন, নবম দিনে ১৮৩৯ জন, দশম দিনে ১৫৯৩ জন, এগারোতম দিনে ১৩৯৫ জন এবং বারোতম দিনে ১৪২২ জন আসামিকে জামিন দেয়া হয়।

সর্বশেষ
জনপ্রিয়