ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পল্লী সঞ্চয় ব্যাংককে ২৫০ কোটি টাকা মূলধন দিচ্ছে সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ১৬ ফেব্রুয়ারি ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

মূলধন ঘাটতি পূরণে রাষ্ট্রীয় মালিকানাধীন পল্লী সঞ্চয় ব্যাংককে ২৫০ কোটি টাকা অর্থ বরাদ্দ দিচ্ছে সরকার। কিছু শর্ত দিয়ে টাকা ছাড় করতে সম্প্রতি একটি চিঠি ইস্যু করেছে অর্থবিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেট থেকে এ অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে।

এ অর্থ দেশের গরিব কৃষক, প্রবাস ফেরত কর্মী ও ব্যবসার মাধ্যমে তরুণ বেকার জনগোষ্ঠীর চাকরি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিতরণ করা হবে।

জানা গেছে, শর্তমতে তহবিল বিতরণের পর পল্লী সঞ্চয় ব্যাংককে বিস্তারিত সারাংশ অর্থবিভাগে জমা দিতে হবে। সরকারের বিদ্যমান নীতি ও আইনের মধ্যেই এ অর্থ বিতরণ করতে হবে।

পল্লী সঞ্চয় ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০০ কোটি টাকা। ব্যাংকটির মূল লক্ষ্য হচ্ছে উদ্যোক্তা তৈরি করার পাশাপাশি দেশের দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা।

সর্বশেষ
জনপ্রিয়