ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে দল থেকে ছিটকে পড়লেন তাসকিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ৪ ডিসেম্বর ২০২১  

তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ

ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে সুযোগ হয়নি তাসকিন আহমেদের। প্রথম টেস্টেও ছিলেন না তাসকিন। টসে হেরে এখন বোলিং করছে টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছে মাহমুদুল হাসান জয়ের। সাদমান ইসলামের সঙ্গে তাকেই ওপেনিংয়ে দেখা যাবে। প্রায় আড়াই বছর পর দলে ফিরেছেন পেসার খালেদ আহমেদ। অন্যদিকে রাব্বির বদলি হিসেবে দলে ফিরেছেন সাকিব।

গতকাল শুক্রুবার (৩ ডিসেম্বর) অনুশীলনে তাসকিনের দুই হাতেই টেপ পেঁচানো দেখা গেছে। তবে নিয়মিত অনুশীলন করেছেন তিনি। গতকাল অনুশীলনের পরে বাংলাদেশের অধিনায়ক জানিয়েছিলেন ম্যাচের আগে সিদ্ধান্ত নেয়া হবে তাসকিনকে নিয়ে। 

মুমিনুল বলেছিলেন, 'ওর অবস্থা যদি বলেন, এখনও ওইভাবে… এই ম্যাচ খেলার জন্য হয়তো কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়তো কালকে আরেকটু দেখতে হবে (চোটের অবস্থা)। তখন সিদ্ধান্ত নিতে পারব। তবে আমার কাছে মনে হয়, নিউজিল্যান্ডে খেলার জন্যই সে বেশি প্রস্তুত থাকবে।' 

চট্টগ্রামে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে রয়েছে টাইগাররা। সিরিজ সমতায় ফেরাতে হলে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই। 

বাংলাদেশ একাদশ : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ হোসেন, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ : আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, নুমান আলী, হাসান আলী, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি।

সর্বশেষ
জনপ্রিয়