ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ রানের রেকর্ড তামিমের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ১ মে ২০২১  

তামিম ইকবাল

তামিম ইকবাল

ব্যাট হাতে দেশের প্রায় সব রেকর্ডই তামিম ইকবালের দখলে। শনিবার আরেকটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন দেশসেরা ওপেনার। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ চার মারার রেকর্ড গড়েছেন তিনি।

টেস্ট ফরম্যাটে এখন পর্যন্ত ৪৭৬৪ রান করেছেন তামিম। এর মাঝে অধিকাংশই বাউন্ডারি থেকে এসেছে। শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৯২ রানের ইনিংস খেলার পথে সপ্তম বাউন্ডারি হাঁকিয়ে ৬০০ চারের চূড়ায় পৌঁছান টাইগার ওপেনার। 

দেশের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ চার (৫৫০+) এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। তিনি যেভাবে এগোচ্ছেন তাতে আর কিছু ম্যাচ খেললেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৬০০ চারের মাইলফলক স্পর্শ করতে পারেন তিনি। 

বাউন্ডারির পাশাপাশি ওভার বাউন্ডারি অর্থাৎ ছক্কায়ও শীর্ষে আছেন তামিম। টেস্টে সর্বোচ্চ ৩৯টি ছয় মেরেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি ছক্কা এসেছে মোহাম্মদ রফিকের ব্যাট থেকে।

সর্বশেষ
জনপ্রিয়