ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

বিশ্বকাপে সুযোগ পেতে যা করছেন সাইফউদ্দিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ৪ মে ২০২৪  

বিশ্বকাপে সুযোগ পেতে যা করছেন সাইফউদ্দিন

বিশ্বকাপে সুযোগ পেতে যা করছেন সাইফউদ্দিন

অভিষেকের পর থেকে জাতীয় দলে নিয়মিতই ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ২০২২ সালে ইনজুরিতে পড়ে সবকিছু যেন এলোমেলো হয়ে যায় তার। সেই পিঠের ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে ছিলেন ১৮ মাস। তবে সেই ইনজুরি কাটিয়ে চলমান জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবারো জাতীয় দলে ফিরেছেন টাইগার এই অলরাউন্ডার।সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই দলে সাইফউদ্দিন থাকছেন তা মোটামুটি নিশ্চিত। তবে এই অলরাউন্ডার নিজে মনে করেন দলে থাকতে হলে পারফরম্যান্সের বিকল্প নেই। গতকাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩ উইকেট তুলে নেন সাইফউদ্দিন। পরে দলের হয়ে সংবাদ সম্মেলনেও আসেন তিনি।

সেখানে সাইফউদ্দিন বলেন, ‘প্রথমত, আলহামদুলিল্লাহ। যেহেতু প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক মাঠে ফিরলাম। আমার জন্য বিষয়টা কঠিন ছিল। যদি আমি বিশ্বকাপের দলে সুযোগ পেতে চাই আমার জন্য এই পারফরম্যান্সটার বিকল্প নেই। এর আগে ২০২১-২২ (আসলে ২০২২) বিশ্বকাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এজন্য অনেক সিরিয়াস ছিলাম। চাচ্ছিলাম যে পারফর্ম করার (করতে)।’

সাইফউদ্দিন আরও বলেন, ‘দেখুন এখানে আমরা কিছুদিন আগে বিপিএল খেলেছি। আমরা কন্ডিশনটা জানি। চট্টগ্রাম বরাবরই আমার চেনা কন্ডিশন। এখানে আমি যখন এইজ লেভেল খেলি সবসময় আমি এই উইকেটে অনুশীলন করেছি। এজন্য আমার জন্য কন্ডিশনটা বুঝতে সহজ হয়েছে।’

সর্বশেষ
জনপ্রিয়