ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যাত্রাবাড়ী থানার মামলায় হেফাজত নেতা শরিফ উল্লাহ রিমান্ড শেষে কারাগারে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ১০ জুলাই ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানী যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহকে রিমান্ড শেষে কারাগারে নেয়া হয়েছে।

এর আগে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি শরিফকে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে শুক্রবার তাকে কারাগারে নেয়া হয়।

শুক্রবার আদালতের সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) আজাহারুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করে জানান, শরীফ উল্লাহকে ২০১৩ সালের ৬ মে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় (নং ২০) তিনি এজাহারনামীয় আসামি।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, মুফতি শরীফ উল্লাহ হেফাজতের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৩ সালের ৫ মের তাণ্ডব ছাড়াও সাম্প্রতিক সময়ে হেফাজতের সহিংসতার সঙ্গে তার যোগসূত্র রয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়