ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাকিব দেশে ফিরছেন বৃহস্পতিবার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ৪ নভেম্বর ২০২০  

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

শ্রীলংকা সফরকে সামনে রেখে দেশে ফিরে অনুশীলন শুরু করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তবে সফরটি স্থগিত হয়ে যাওয়ায় আবারো যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান তিনি। নভেম্বরে শুরু হতে যাওয়া কর্পোরেট টি-টোয়েন্টি লিগে খেলার উদ্দেশ্যে পরশুদিন (বৃহস্পতিবার) রাতে ফের দেশে পা রাখবেন এই অলরাউন্ডার। 

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সাকিব। সেখান থেকে সোজা চলে যাবেন বনানীর বাসায়। 

সাকিবের ঘনিষ্ঠ সুত্রে জানা গেছে, বিশ্রাম-পর্ব শেষে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন তিনি। নিষেধাজ্ঞা পাওয়ার পর এবারই প্রথম বিসিবির অবকাঠামোগত সুবিধা ভোগ করতে পারবেন টাইগার অলরাউন্ডার। এর আগে গত সেপ্টেম্বরে বিকেএসপিতে নিবিড় অনুশীলন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিবের অংশগ্রহণের বিষয়ে আগেই গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাকে রেখেই স্কোয়াড গঠন করছেন নির্বাচকরা। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এই প্রতিযোগিতা মাঠে গড়াতে পারে। অবশ্য সূচি একটু পেছানোর গুঞ্জনও শোনা যাচ্ছে। 

সর্বশেষ
জনপ্রিয়