ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

ঝিনাইগাতীতে কঠোর লকডাউন মেনে চলছে উপজেলাবাসী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩, ১৫ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় কোভিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন শেরপুরের ঝিনাইগাতী উপজেলাবাসী মেনে নিয়েছে।

বুধবার সকাল থেকে প্রথম দিনের লকডাউনের কর্যক্রম শুরু হলে ব্যবসায়ীরা জীবন বাচাঁর তাগিদে সিদ্ধান্তকে স্বাগতম জানিয়ে মহামারি থেকে মুক্তি পাওয়ার জন্যে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে দেখা গেছে।

দোকানপাঠ বন্ধ রেখে জনসাধারণের চলাফেরা সিমিত লক্ষ্য করা গেছে। বিকাল ৩টার পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ সহকারী কমিশনার ভূমি জয়নাল আবেদীন লকডাউনের কার্যক্রম বাস্তবায়নের জন্যে মাঠে কাজ করেন।

এর আগে সকালে ঝিনাইগাতী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান সদর বাজার পরিদর্শন করে এবং জিরো পয়েন্টে তার নির্দেশে ভেনগাড়ি দিয়ে ব্যারিকেড দেন যেন ভারি যানবাহন চলাচল না করতে পারে। ঝিনাইগাতী থানা পুলিশ সারাদিন জিরো পয়েন্টে টহল দিতে দেখা গেছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়