ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ঢাকা বিভাগে করোনায় ৯৪ কোটি টাকা বিতরণ সরকারের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:২৩, ১৮ মে ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে সরকারের পক্ষ হতে দেশব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গতকাল রোববার পর্যন্ত ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৯৪ কোটি ৬০ লাখ ৮৯ হাজার ৬৪ টাকা বিতরণ করা হয়েছে। এরমধ্যে ঢাকা জেলায় ১১ লাখ ১৫ হাজার টাকা নগদ বিতরণ করা হয়েছে।

এছাড়া মাদারীপুর জেলায় ১ কোটি ৮১ লাখ টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ৩ কোটি ৪২ লাখ ১২ হাজার ৬০০ টাকা দেয়া হয়েছে। 

রাজবাড়ী জেলায় ১২ কোটি ২২ লাখ ৮২ হাজার ১৪ টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ৬ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়েছে।

গোপালগঞ্জ জেলায় ১ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ৪ কোটি ২১ লাখ ৩ হাজার ৩৫০ টাকা দেয়া হয়েছে।

টাঙ্গাইল জেলায় ৩ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ৬০০ টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ১ কোটি ২০ লাখ ২৫০ টাকা, ৩৩৩ হেল্পলাইনের মাধ্যমে ২ লাখ ৮২ হাজার ৫০০ টাকা, শিশু খাদ্য ৩২ লাখ ৫০০ টাকা ও গো-খাদ্য ক্রয় বাবদ ২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

মুন্সিগঞ্জ জেলায় ১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ৮০ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা দেয়া হয়েছে।

ফরিদপুর জেলায় ১ কোটি ৯২ লাখ টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ৫ কোটি ৭১ লাখ ৭ হাজার ২৫০ টাকা আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলায় ৩ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ৪ কোটি ৯৫ লাখ ১৩ হাজার ৯৫০ টাকা দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলায় ১ কোটি ৮০ লাখ টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ৩৪ কোটি ৬৯ লাখ ৯ হাজার ৯৫০ টাকা প্রদান করা হয়।

মানিকগঞ্জ জেলায় ১৭ লাখ ৫ হাজার ৯৫০ টাকা নগদ এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ৪ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৮৫০ টাকা দেয়া হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়