ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৮৩, শনাক্ত ২৬৯৭

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৬:১৯, ২৪ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট মারা গেছেন ১০ হাজার ৯৫২ জন। গতকাল শুক্রবার করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৮৮ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ হাজার ৬৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৪২ হাজার ৪০০ জনে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৩.১১।

এতে আরো বলা হয়, সপ্তাহ ব্যবধানে মৃত্যু বৃদ্ধি ৭.৫৬ শতাংশ এবং শনাক্ত হ্রাস ২৫.২৪ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

সর্বশেষ
জনপ্রিয়