ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

নেত্রকোণার কলমাকান্দায় বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেলসহ ২ জন আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ২০ সেপ্টেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোণায় মাদক ও মোটরসাইকেলসহ ২ জন আসামী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যম কর্মীদের কাছে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, জেলার কলমাকান্দার খারনই ইউনিয়নের খারনই বিওপির সুবেদার মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টহল দল বলমাঠ নামক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল পরিচলনা কালে কলমাকান্দা উপজেলার কলমাকান্দা গ্রামের মোঃ শহিদুল ইসলাম বাবলুর ছেলে মোঃ মারুফ খান (১৮) এবং সুধা রঞ্জন সরকার এর ছেলে প্রবির সরকার (১৮)কে মোটর সাইকেলযোগে সীমান্তের দিক হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি টহল দলের সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করে।

এসময় মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি’র টহল দল তাদের আটক করে এবং তল্লাশী করে ব্যাগে রাখা ০২ বোতল ভারতীয় জব্দ করে।

জব্দকৃত মোটরসাইকেল (এ্যাপাসি আরটিআর) ও মদের সর্বমোট সিজার মূল্য ২,০৩,০০০/- (দুই লক্ষ তিন হাজার) টাকা। জব্দকৃত মোটরসাইকেল, মাদক ও আটককৃত আসামীদেরকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়