ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ২৬ নভেম্বর ২০২০  

সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন

সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বৃহস্পতিবার সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

মো. শাহাব উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে 'ক্লাইমেট ভালনারেবলিটি ফোরাম'-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাক্ষাৎকালে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে গ্রিনপোর্টে পরিণত করার বিষয়ে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসন।

তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন, প্রতিবেশ রক্ষা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ডেনমার্ক বাংলাদেশকে সহায়তা করবে।

এছাড়া জ্বালানি দক্ষতা অর্জন, কৃষিসহ অন্যান্য সব ক্ষেত্রে পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতারও আশ্বাস দেন ডেনমার্কের রাষ্ট্রদূত।

সর্বশেষ
জনপ্রিয়