ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

৫ম ধাপের ইউপি নির্বাচনে কিশোরগঞ্জের তিন উপজেলায় থাকছে না নৌকা প্রতীক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৪, ৫ ডিসেম্বর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চল পরিবেষ্টিত তিন উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনে ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক থাকছে না। সারাদেশে ইউপি নির্বাচনে আ'লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোট হলেও তিন উপজেলার ১৫টি ইউনিয়নে নৌকা প্রতীক থাকছে না।

এই খবরে স্বল্প সংখ্যক মানুষ অখুশি হলেও অধিকাংশ মানুষই খুশি। ফলে ইউপি ভোটে স্বাধীন ভাবে প্রার্থী হয়ে ব্যক্তি ইমেজ দিয়ে ভোটে জয়ী হবার দিকে নজর প্রার্থীদের। এতে করে দলীয় কোন্দল ও সংঘাত কমে আসবে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

ভোটাররা বলছেন, দলীয় প্রতীক ছাড়া ভোট হলেই ভালো। এতে সংঘাত, কলহ বিবাদ অনেকটাই কমে আসবে। প্রার্থী বেশি হলে ভোটাররা যোগ্য লোক বেছে ভোট দিতে পারবে।

অষ্টগ্রাম উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস বলেন, 'এ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছেনা। যারা আছে সবাই আ'লীগের। তাই প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। এতে দলীয় লোকজনের জনপ্রিয়তা যাচাই সম্ভব হবে'।

কিশোরগঞ্জ জেলা আ'লীগের সভাপতি কামরুল হাসান শাহজাহান বলেন, 'হাওরের তিন উপজেলা আ'লীগের ঘাঁটি। প্রার্থীরা সবাই আ'লীগের। দলীয় মনোনয়ন দেওয়া হলে নিজেদের মধ্যে মতানৈক্য দেখা দিত। তাই আ'লীগ থেকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়নি'।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়