ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আশ্রয়ণ প্রকল্পে নেত্রকোণা জেলা প্রশাসকের ঈদের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩০, ১৬ মে ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় শুনই ইউনিয়নের ভরতোষী আশ্রয়ণ প্রকল্পের অর্ধশত হতদরিদ্র ও গৃহহীনদের খোঁজ খবর নিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

ঈদের দিন সকালে ভরতোষী গ্রামের আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্রদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় এই প্রকল্পে বসবাসরত নারী পুরুষকে নিরক্ষরমুক্ত করার লক্ষ্যে বয়স্ক শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এই কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা বেগমসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ।

জেলা প্রশাসক কাজি আবদুর রহমান জানান, এই ঘরসমূহ পেয়ে এই প্রকল্পের পরিবারের সদস্যরা অত্যন্ত খুশি এবং অনেক স্বাচ্ছন্দ্যে তারা দিনাতিপাত করছে। সেখানে তাদের জন্য নির্মাণ করা হয়েছে মসজিদ, খেলার মাঠ, পুকুর ও কবরস্থান। তারা মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হাতে পেয়ে আশ্রয়ণ প্রকল্পের মানুষেরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

তিনি আরও জানান, এই ঈদুল ফিতরের দিনে পরিবার পরিজন নিয়ে আনন্দ করার জন্য জেলার ৯৬০টি পরিবারে এই খাবার সামগ্রী ও নতুন পোশাক দেয়া হয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়