ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে বঙ্গবন্ধুর আবক্ষমূর্তি স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ১১ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর স্বদেশ-প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস ভবনে বঙ্গবন্ধুর আবক্ষমূর্তি স্থাপন করা হয়েছে। এদিন দিবসটি উপলক্ষ্যে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে উপদূতাবাস কর্তৃপক্ষ।

কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে আরো একটি পালক যোগ হলো। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এদিন প্রখ্যাত ভাস্কর সুবীর পালের গড়া বঙ্গবন্ধুর আবক্ষমূর্তির উদ্বোধন করেন ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান। এসময় দূতাবাসের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এটি নিয়ে কলকাতায় বঙ্গবন্ধুর দ্বিতীয় আবক্ষ মূর্তি স্থাপন করা হলো। প্রথমটি স্থাপন করা হয় বেকার হোস্টেলে।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের উপ-হাইকমিশনার তৌফিক হাসান বলেন, আমরা খুবই আনন্দিত যে মুজিববর্ষে আমরা এটির শুভ উদ্বোধন করতে পারলাম।

আবক্ষমূর্তির উদ্বোধন হওয়ার পর বঙ্গবন্ধু গ্যালারিতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদূতাবাসের কর্মকর্তারা। সেখানে বাংলাদেশের জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিদেশের মাটিতে কলকাতার এই ভবনেই প্রথম বাংলাদেশের পতাকা উড়েছিল।

সর্বশেষ
জনপ্রিয়