ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কিশোরগঞ্জে এক ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১৪

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৪, ২২ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে চাকু হাতে ছিনতাইয়ের চেষ্টা করার সময় র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের টহল টিমের হাতে মো. জুম্মন (২৬) নামে এক ছিনতাইকারী আটক হয়েছে। এ সময় তার কাছ থেকে চাকুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া ছিনতাইকারী মো. জুম্মন কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকার মৃত হাফিজুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে টহল ডিউটি করার সময় কিশোরগঞ্জ জেলা শহরের মনিপুরঘাট ব্রীজ হতে বত্রিশ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল।

পথে বিকাল সাড়ে ৫টার দিকে বত্রিশ মনিপুরঘাট এলাকায় নূরু হেয়ার স্টাইল নামক সেলুনের সামনে পৌঁছলে টহল কমান্ডার সেলুনে আড়ালে এক ব্যক্তির কাছ থেকে প্রকাশ্যে ছিনতাইয়ের জন্য একজন ছিনতাইকারী চাকু নিয়ে উদ্যত হয়েছে দেখতে পান।

এ সময় টহল কমান্ডার সঙ্গীয় অফিসার্স ও ফোর্সের সহায়তায় ছিনতাইকারীকে চাকুটিসহ আটক করেন।

আটক করা ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদে তার নাম মো. জুম্মন বলে জানায়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, সে একজন নিয়মিত মাদকসেবী। কয়েকদিন যাবৎ তার কাছে নেশার টাকা না থাকায় টাকা সংগ্রহের জন্য সে ছিনতাই এর প্রচেষ্টা চালায়।

ইতোপূর্বে তার নামে কিশোরগঞ্জ মডেল থানায় একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে বলে জানা গেছে।

তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়