ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কিশোরগঞ্জে এগিয়ে চলেছে আশ্রয়ণ প্রকল্পের আরও ৩০৯টি ঘরের নির্মাণ কাজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ২৩ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ অঙ্গীকার নিয়ে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন মানুষদের জন্য বাস্তবায়িত হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও এই কর্মযজ্ঞ চলমান রয়েছে। স্থায়ী ঠিকানা হয়েছে ঠিকানাহীন ১,২৪৭টি পরিবারের। তৃতীয় পর্যায়ে আরও ৩০৯টি ঘরের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। আগামী ২০ মার্চের মধ্যে এসব ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে।

তৃতীয় পর্যায়ের কাজ পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৪ গোলশান আরা। তিনি গত ২২ জানুয়ারি শনিবার বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব উপজেলায় তৃতীয় পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। এসময় কাজের গতি ও মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন বলে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানিয়েছেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, প্রকৌশলী, রাজনীতিবিদ, ইউপি চেয়ারম্যানগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুজিববর্ষে কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না বলে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যমাত্রা স্থির করেই আশ্রয়ণের কাজগুলো এগিয়ে চলেছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়