ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কোনো সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব করেন না প্রধানমন্ত্রী: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ২২ অক্টোবর ২০২১  

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো কোনো সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব করেন না। সকল ধর্ম ও মতের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। আমরাও তার সঙ্গে কাজ করছি।

সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আইয়ূব বখত জগলুল স্মৃতি নক-আউট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা নিয়ে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে একসঙ্গে আমাদের মাতৃভূমিতে সমান মর্যাদায় বসবাস করবো। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচেতন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন, আইয়ূব বখত জগলুল স্মৃতি পরিষদের উপদেষ্টা ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রেজা চৌধুরী প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয়