ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চাহিদা মেটাচ্ছে তিস্তার চরের ‘ছিটা পেঁয়াজ’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ৩০ নভেম্বর ২০২০  

গাইবান্ধায় তিস্তা নদীর চরাঞ্চলে চাষ হচ্ছে ছিটা পেঁয়াজ

গাইবান্ধায় তিস্তা নদীর চরাঞ্চলে চাষ হচ্ছে ছিটা পেঁয়াজ

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে ছিটা বা পাতা পেঁয়াজ চাষে ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার মানুষের চাহিদা মেটাচ্ছে এ পেঁয়াজ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার তারাপুর, বেলকা হরিপুর, চণ্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার বিভিন্ন চরাঞ্চলে ২০০ হেক্টর জমিতে ছিটা বা পাতা পেঁয়াজের চাষ হয়েছে। সংশ্লিষ্টদের আশাবাদ, অল্পদিনেই আরো কৃষক ছিটা পেঁয়াজ চাষে আগ্রহী হবেন।

সুন্দরগঞ্জের ব্যবসায়ীরা জানান, পেঁয়াজের অতিরিক্ত দাম ও সঙ্কটের কারণে ক্রেতাদের ভয়াবহ দুর্ভোগ পোহাতে হয়। এমন মুহূর্তে বাজারে এসেছে তিস্তা নদীর চরাঞ্চলের ছিটা পেঁয়াজ। যা স্থানীয় ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন জেলার মানুষের চাহিদা মেটাচ্ছে।

একই উপজেলার হরিপুর ইউনিয়নের মাদারিপাড়ার কৃষক আনসার আলী জানান, তিনি প্রতি বছর ২-৩ বিঘা জমিতে ছিটা পেঁয়াজ চাষ করেন। এবার এত দাম পাবেন কল্পনাও করেননি। বর্তমানে বাজারে প্রতি কেজি ছিটা বা পাতা পেঁয়াজ ৬০-৭০ টাকায় বিক্রি করছেন তিনি।

১০-১৫ দিনের মধ্যে তিস্তার চরের এই পাতা পেঁয়াজ গাইবান্ধার মানুষের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে যাবে বলে মনে করেন আনসার আলী।

সুন্দরগঞ্জ বাজারের ব্যবসায়ী হামিদুল ইসলাম জানান, এক সপ্তাহ ধরে চরাঞ্চলের ছিটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। বর্তমানে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম ৮০-৯০ টাকা কেজি আর ছিটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। কম দামের কারণে অধিকাংশ ক্রেতা ছিটা পেঁয়াজের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন। ব্যবসায়ীদেরও লাভ হচ্ছে।

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ জানান, তিস্তা নদীর চরাঞ্চলে চাষ হওয়া বিভিন্ন ফসলের মধ্যে ছিটা বা পাতা পেঁয়াজ এরই মধ্যে দেশব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। চরের মাটি এ পেঁয়াজ চাষের উপযোগী হওয়ায় ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। চরাঞ্চলের কৃষকরা ছিটা পেঁয়াজ চাষে বেশ আগ্রহী হয়ে উঠেছেন। তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। শিগগিরই অন্য জেলাতেও এ পেঁয়াজ চাষাবাদ সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়