ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে তিন ইউনিটে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ৯ নভেম্বর ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটের পরিবর্তে তিনটি ইউনিটে হবে। তাই ‘ঘ’ ও ‘চ’ ইউনিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে কলা অনুষদের ‘খ’ ইউনিটের নাম পরিবর্তন করে নতুন নামে ভর্তি পরীক্ষা নেয়ার প্রস্তাব করা হয়েছে। 

রোববার ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাসানুজ্জামান। 

তিনি বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নিজস্ব নিয়মে ১০০ নম্বরে হবে। তবে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে যেখানে আগে পাঁচ ইউনিটে হতো। ‘ঘ’ ও ‘চ’ ইউনিট বাদ দিয়ে ‘খ’ ইউনিটের নাম পরিবর্তন করে ‘কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ’ নামে পরীক্ষা নেয়ার জন্য সুপারিশ করা হয়েছে। 

সভার সিদ্ধান্ত বিষয়ে তিনি আরো বলেন, ঢাবি এককভাবে ভর্তি পরীক্ষা নিবে, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের মিটিং হয়েছে। সেখানে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর (ঢাবি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়) সঙ্গে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য বলেছিল কিন্তু আমরা সেখানে যেতে চাচ্ছি না। কেন না সেখানে আমাদের কোয়ালিটি খারাপ হতে পারে। তবে অন্য কোনো বিশ্ববিদ্যালয় যদি চায় তাহলে আমাদের ওয়েটিং লিস্ট থেকে তাদের প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। তবে সেটা একান্তই তাদের নিজস্ব সিদ্ধান্ত। 

সভার এই সিদ্ধান্তের বিষয়ে ডিনরা সম্মতি জানিয়েছেন। তবে অ্যাকাডেমিক কাউন্সিল এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।

সর্বশেষ
জনপ্রিয়