ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দেশে গত একদিনে বুস্টার ডোজ পেলেন সাড়ে ৪ লাখের বেশি মানুষ

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৭:২৮, ১১ জানুয়ারি ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে দেশে ইতোমধ্যে চার লাখ ৬৬ হাজার ১৯৯ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এ দিন মোট ৩৭ হাজার ৬০৩ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ২৪ হাজার ৬১৬ জন এবং নারী ১২ হাজার ৯৮৭ জন রয়েছেন। গত দিন পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া হয় মোট চার লাখ ২৮ হাজার ৫৯৬ জনকে। এ যাবত মোট চার লাখ ৬৬ হাজার ১৯৯ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হয়।

এছাড়াও সোমবার দেশব্যাপী ১৩ লাখ ২৫ হাজার ১০৮ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। এ যাবত প্রথম ডোজ টিকা পেয়েছেন আট কোটি ৩২ লাখ সাত হাজার ৩৫১ জন।

একইসাথে এ দিন তিন লাখ তিন হাজার ৯৮৬ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এ যাবত দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট পাঁচ কোটি ৫১ লাখ ৭০ হাজার ১৫৭ জন।

বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক্সের টিকা দেওয়া হচ্ছে।

সর্বশেষ
জনপ্রিয়