ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশের ১৯ জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সতর্কবার্তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ১৪ সেপ্টেম্বর ২০২২  

দেশের ১৯ জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সতর্কবার্তা

দেশের ১৯ জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সতর্কবার্তা

দেশের ১৯টি জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পূর্বাভাস বহাল থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। 

তিনি জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকার বৃষ্টিপাত সম্পর্কে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়