ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নান্দাইলে মাস্ক পড়া নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৮, ১ ডিসেম্বর ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

“নিজে মাস্ক পড়ি, অন্যকে মাস্ক পড়তে উৎসাহিত করি। মুখে মাস্ক পড়ি, করোনা ভাইরাস প্রতিরোধ করি। মাস্ক নেই, সেবা নেই”। এই বার্তা সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে মঙ্গলবার (১ ডিসেম্বর) থেকে সকলের মুখে মাস্ক পরিধান নিশ্চিত করতে নান্দাইল উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হবে। 

মাস্কবিহীন ব্যক্তিকে জেল জরিমানা করা হবে। মাস্কবিহীন কোন ব্যক্তিকে  সরকারি বা বেসরকারি প্রাতিষ্ঠানিক সেবা প্রদান না করতে এবং মাস্কবিহীন ক্রেতার নিকট ব্যবসায়ীদের পণ্য বিক্রয় না করতে সংশ্লিষ্ট সকলকে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন কর্তৃক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নান্দাইল উপজেলার নাগরিকগণকে বাসা বাড়ির বাইরে বের হলে সার্বক্ষণিক মুখে মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়েছে।

উপজেলা প্রশাসন, নান্দাইল কর্তৃক  বিশেষ সাড়াশি অভিযানে গণমাধ্যমকর্মী এবং স্বেচ্ছাসেবকবৃন্দকে যুক্ত হয়ে সার্বিক সহযোগিতা করার জন্য আহবান জানানো হয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়