ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নেত্রকোনার পূর্বধলায় ​​​​​​​উদ্বোধনের অপেক্ষায় বন্যা আশ্রয় কেন্দ্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ২৯ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ নির্ধারিত মেয়াদেই সম্পন্ন হয়েছে। নির্মিত ভবণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে উদ্বোধনী ঘোষনা করবেন বলে জানিয়েছেন ভবন পরিদর্শনে আসা বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প-৩ এর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (ডিপিডি) মো: আওলাদ হোসেন। ২০২০-২০২১ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন এ প্রকল্পটি বাস্তবায়ন হয়।

৩ কোটি ৫০ লক্ষ ১৭ হাজার ১২৬ টাকা বরাদ্দে ১২৭৮৮.২৫ বর্গফুট আয়তন বিশিষ্ট এ ভবন নির্মানের কার্যাদেশ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান ইউসিসিএল- সিইএল (জেবি)। ২০২০সালের ৭ই জুলাই শুরু হওয়া নির্মাণ কাজ ২৫ জানুয়ারি ২০২২ইং এ শেষ হওয়ার তারিখ নির্ধারিত ছিল। ভবণ পরিদর্শনে আসেন বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প-৩ এর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (ডিপিডি) মো: আওলাদ হোসেন। এ সময় সাথে ছিলেন বন্যা আশ্রয় নির্মাণ প্রকল্পের উপ-সহকারি প্রকৌশলী ফারুক হোসেন, উপ সহকারি প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার সাগর চৌধুরি মাসুম, ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মোতালিব, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম। পরিদর্শনকালে ভবন নির্মাণের ফিনিসিং কাজে কিছু ত্রুটি চিহ্নিত করে দ্রুত সেগুলি সমাধানের নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম করোনায় আক্রান্ত হওয়ার কারনে পরিদর্শন টিমে থাকতে পারনেনি। তবে মুঠোফোনে তিনি জানান, গুণগত মান বজায় রাখতে নির্ধারিত ডিজাইন ও নিয়মিত তদারকির মাধ্যমে ভবন নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারে মাধ্যমে ভবনটি বিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়