ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানে কাজ করছে পুনাক’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক), পিরোজপুর সভানেত্রী রুবাইয়াৎ লতিফ বলেছেন, অসহায় ও পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নেয়া হচ্ছে।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরে পুনাক এর উদ্যোগে জেলা পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করার সময় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আগামীতে নারীদেরকে সামাজিকভাবে উন্নয়ন ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পুনাক।

এসপি হায়াতুল ইসলাম খানের স্ত্রী পুনাক সভানেত্রী রুবাইয়াৎ লতিফ জেলা পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন জাতের এক মণ মাছের পোনা অবমুক্ত করেন। 

এ সময় উপস্থিত ছিলেন এসপি হায়াতুল ইসলাম খান, অ্যাডিশনাল এসপি মোল্লা আজাদ হোসেন, অ্যাডিশনাল এসপি সদর দফতর কাজী শাহনেওয়াজসহ বিভিন্ন পর্যায়ের পুলিশের কর্মকর্তা ও তাদের পরিবার।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়