ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিজয়ের মাসে গৌরীপুরে স্বজনদের পতাকা মিছিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ২ ডিসেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার বিজয়ের মাস উৎসব উপলক্ষে পতাকা মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীরশ্রেষ্ঠ, শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল)। তিনি বলেন, মুজিববর্ষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। যার জন্ম না হলে বাংলাদেশ হতো, আমরা পেতাম না লাল-সবুজের পতাকা।

তিনি আরও বলেন, যুগান্তর সত্যের সন্ধানে স্বজনরা মানুষের কল্যাণে নিবেদিত। মুক্তিযুদ্ধে স্বপক্ষের শক্তি হল দৈনিক যুগান্তর। এ পত্রিকার মালিক প্রয়াত নুরুল ইসলাম বাবুল একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে গেছেন।

উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দিতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ কোনো তরুণ-যুবক জঙ্গিবাদ, সন্ত্রাস আর মাদকে আখড়ায় যেতে পারে না। তাই মুক্তিযুদ্ধে চেতনা-দেশের প্রতি ভালোবাসায় তারুণ্যকে যুক্ত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ও ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আবদুল গফুর, গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি মো. আব্দুল মালেক, গৌরীপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সহ সভাপতি শামীমা খানম মিনা, মো. ওয়াহিদুল ইসলাম,

স্বজন সমাবেশের সহ সভাপতি আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান আরিফ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গোপা দাস, কবি অনামিকা সরকার, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মিন্টু, দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বোরহান, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন, স্বজন তাসাদদুল করিম, নুর মোহাম্মদ, সানজানা তাসনিম তারিন, সুমাইয়া আফরিন তানজু, আহসানুল হক জারিফ প্রমুখ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়