ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও ৩ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪২, ২২ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের প্রত্যেক নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে তাদের ৩জনকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার কৃতরা হলেন- উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের প্রয়াত ইন্তাজ আলীরর ছেলে হাবিবুর রহমান মেনু মিয়া (৭৮), ত্রিশালের আবদুল হামিদ ফকির ইমান আলীর ছেলে ক্বারী মো. আবদুল মান্নান(৯২) ও সোহাগী ইউনিয়নের আবদুল গফুরের ছেলে মো. আবদুল হান্নান (৬৮)।

এর আগে বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তারা মিয়া, মো. রুস্তম আলী ও সৈয়দ মোস্তাফিজুর রজমানকে গ্রেপ্তার করে। এদের মধ্যে তারা মিয়া জালিয়াতির মাধ্যমে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছিলেন। অপরদিকে গত ২৩ সেপ্টেম্বর মোহাম্মদ শহীদুল্লাহ ফকিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

এদিকে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঈশ্বরগঞ্জের ১২ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন,  বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়