ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যেভাবে একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ আইডি চালাবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪, ১৫ জানুয়ারি ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়ে বিভিন্ন ধরনের টোটকা রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে- এক ডিভাইসে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করার পদ্ধতি। তবে আনুষ্ঠানিকভাবে হোয়াটসঅ্যাপ কিন্তু আপনাকে একটা ডিভাইসে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয় না।

একটা স্মার্টফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা ‘ডুয়াল হোয়াটসঅ্যাপ’-এর অ্যাপ ক্লোনিং ফিচারটি ব্যবহার করে থাকেন। অনেকে আবার এর জন্য বিভিন্ন থার্ড পার্টি অ্যাপও ইনস্টল করে থাকেন। তবে আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে এসব কিছুর প্রয়োজন হয় না। 

হোয়াটসঅ্যাপ বিজনেসের সাহায্য়ে আইফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানো সম্ভব। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটি তার রেগুলার ভার্সনের মতো অনেকটাই এক। কিন্তু ব্যবসায়ীদের জন্য তৈরি করা এই হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের এমন কিছু ফিচার দিয়েছে, যা ব্যবসার ক্ষেত্রে খুবই সুখকর।

একটা আইফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেভাবে চালাবেন-

১. আপনার আইফোন থেকে প্রথমেই অ্যাপ স্টোর খুলে হোয়াটসঅ্যাপ বিজনেস সার্চ করুন।

২. গেট আইকনে ট্যাপ করে অ্যাপটি আপনার আইফোনে ইনস্টল করে নিন।

৩. অ্যাপটি একবার ইনস্টল হয়ে গেলে তা খুলুন এবং ‘অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ’ বাটনে ট্য়াপ করুন।

৪. একটি নতুন উইন্ডো খুলে যাবে এবার, যেখানে আপনাকে দুটি অপশন দেখানো হবে। প্রথম অপশনে আপনার এগজিস্টিং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি দিয়ে দিন। দ্বিতীয় অপশনে একটি অন্য নম্বর দিয়ে আপনার বিজনেস অ্যাকাউন্টটি সেটআপ করুন।

৫. দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য যে নম্বরটি দিতে চান, সেটি দিয়ে দিন। আপনার নম্বরে একটি ওটিপি আসবে। সেটি দিয়ে নম্বরটি একবার ভেরিফাই করে নিন।

৬. আপনার নাম দিয়ে দিন এবং নিচে ‘নট আ বিজ়নেস’ অপশনটি বাছাই করে নিন।

৭. সবশেষে ডান অপশনে ট্যাপ করুন।

এই সাতটি পদ্ধতি স্টেপ বাই স্টেপ মেনে চলতে পারলেই আপনার একটা আইফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন।

সর্বশেষ
জনপ্রিয়