ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রমজানে উপকূলীয় এলাকার দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ১৫ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মাহে রমজানের প্রথম দিনে কোস্টগার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় উপকূলীয় এলাকার দুস্থ ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে কোস্টগার্ড উপকূলীয় এলাকার জনসাধারণের মাঝে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে পাশে দাড়িয়ে আসছে। বর্তমান করোনাভাইরাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে কোস্টগার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কোস্টগার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক উপকূলীয় দক্ষিণ মেদিনী মণ্ডল ওয়ার্ড নং- ৮ এবং কান্দিপাড়া ওয়ার্ড নং- ৩ এলাকার প্রায় ১০০ গরীব ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ (চাল, আটা, লবণ, ছোলা বুট ও বুটের ডাল)  বিতরণ করা হয়। 

ত্রাণ বিতরণ কার্যক্রমে কম্পোজিট স্টেশন পদ্মার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়