ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শেরপুরে উদ্বোধন হলো পৌরসভা জাদুঘর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ২৬ নভেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো শেরপুরে জাদুঘর উদ্বোধন করা হয়েছে। এ জাদুঘরের নাম পৌরসভা জাদুঘর। শেরপুর পৌরসভার উদ্যোগে ঐতিহ্যবাহী চারু ভবনে এ জাদুঘর স্থাপন করা হয়। জাদুঘর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

বুধবার দুপুরে পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হীরু, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, শহর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, ডা. শারমিন রহমান অমি প্রমুখ।

হুইপ আতিক বলেন, আমাদের জেলা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য নিয়ে এ জাদুঘর প্রতিষ্ঠা করায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, শেরপুরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে আমরা শেরপুর জেলায় প্রথমবারের মতো জাদুঘর প্রতিষ্ঠা করলাম। এ জাদুঘরে জেলার সব গুরুত্বপূর্ণ জিনিস স্থান পাবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়