ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শেরপুরের নকলায় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ৩১ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুরের নকলা সরকারি হাজী জালমামুদ কলেজে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

গত রোববার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ১১চার দিকে তিনি ওই স্থান পরিদর্শন করেন। পরিদর্শন কালে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যেখানে অনেক দেশ প্রাপ্ত বয়স্কদের এক ডোজ টিকা দিতে হিমসিম খাচ্ছে, সেখানে আমরা ১২ বছরের শিক্ষার্থীদেরও টিকা দিচ্ছি৷ বুস্টার ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। এটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. হারুনুর রমিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু ও সিনিয়র সাংবাদিক শাহাজাদা স্বপন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়