ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাড়ে ৭ লাখ টাকায় বিক্রি তাহসানের অ্যালবাম, কিনলেন কে?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৯, ২৯ এপ্রিল ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাস সঙ্কটে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজের প্রথম অ্যালবামের ডেট টেপ ও হাতে লেখা ঈর্ষা গানের কাগজটি নিলামে তুলেন দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান।

সোমবার (২৭ এপ্রিল) ‘অকশন ফর অ্যাকশন’ শিরোনামে বিশেষ নিলামে ওঠে অ্যালবামটি।

অনলাইন নিলামে এ দুইটি জিনিস বিক্রি হয়েছে সাড়ে ৭ লাখ টাকা। ডেট টেপ ও গান লেখার কাগজের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছিল ৩ লাখ টাকা। আমিন হাসান নামের একজন এই নিলাম জিতেছেন। 

নিলামের পুরো অর্থ স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশনে দান করবেন তাহসান। যা দিয়ে ৩ হাজার মানুষকে এক মাস খাওয়াবে ব্র্যাক।

আর নিলাম বিজয়ী আমিন হাসান এই দুটি মূল্যবান বস্তু তার স্ত্রী ও মেয়েকে উপহার দিতে চান। কারণ মা-মেয়ে দুজনেই তাহসানের গানের ভক্ত।

নিলাম নিয়ে তাহসান খান বলেন, অ্যালবামটির মূল মাস্টার ডেট কপি এটি। এই জিনিসটি একটিই। সঙ্গে ছিল ১৬ বছর ধরে যত্নে রাখা হয়েছিল ‘ঈর্ষা’ গানটির হাতে লেখা লিরিক পৃষ্ঠা। নিঃসন্দেহে এটি অনেক আবেগের বিষয় আমার জন্য। মানুষের পাশে দাঁড়াতেই এগুলো উৎসর্গ করলাম।

তাহসান আরো জানান, নিলামজয়ীকে বাসায় পিয়ানো বাজিয়ে শোনাব। আমি খুব খুশি।

সর্বশেষ
জনপ্রিয়