ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অংশগ্রহণ করছে সাত দেশের সামরিক বাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ৬ ডিসেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বড় আকারে বিজয় দিবস অনুষ্ঠানের আয়োজন করছে সরকার। এবারই প্রথম বিদেশি সামরিক বাহিনীর প্রতিনিধি দল বিজয় দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। অতিথি দেশগুলো হচ্ছে— ভারত, ভূটান, নেপাল, ইন্দোনেশিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ওই প্রতিনিধি দলের কয়েকজন করে ১৬ ডিসেম্বর প্যারেডে অংশগ্রহণ করবেন এবং বাকিরা অনুষ্ঠানে যোগ দেবেন।

উল্লেখ্য, চলতি বছর ভারতের জাতীয় দিবস এবং মেক্সিকোর ২০০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত জাতীয় প্যারেডে বাংলাদেশের কন্টিনজেন্ট অংশগ্রহণ করে।

সর্বশেষ
জনপ্রিয়